আইসিটি নিউজঃ নিজস্ব প্রতিবেদন।।
কথা বলার “স্কীল সেমিনার” কোর্স
ফ্রি———-ফ্রি—–ফ্রি
আসন সংখ্যা সীমিত।
প্রতিটি মানুষের নিজের সম্পর্কে বলতে ভালো লাগে। কিন্তু সবাই কি দাঁড়িয়ে নিজের সম্পর্কে কথা বলতে পারে-?
না সবাই নিজের সম্পর্কে দাঁড়িয়ে কথা বলতে পারে না।
বর্তমান সময়ে শিক্ষিত লোকের অভাব নেই কিন্তু সঠিক স্কীলে কথা বলতে পারা লোকের অভাব।
যদি কেউ মহা জ্ঞানীও হয় আর যদি তার জ্ঞান বিচরন করতে না পারে তাহলে সেই জ্ঞানী সমাজের বোঝা।
অল্প জ্ঞানী যদি তার অল্প জ্ঞানটাকে বিচরণ করতে পারে তাহলে সে সমাজের গৌরব।
#উপস্থাপনা
#বক্তব্য
#লেকচার
কোর্স করতেঃ
গুগল ফরম পুরন করুনঃ-
https://forms.gle/fajneaCFGAoqzEd67
আবেদনের শেষ তারিখ ১০/০৩/২০২১ইং পর্যন্ত।
মধ্যবিত্ত ফাউন্ডেশন,বাংলাদেশ
শিক্ষিত জনগোষ্ঠীকে যার-যার নিজস্ব স্কীল অনুযায়ী তৈরি করতে চায়, সময়ের সাথে তাল মিলিয়ে আপনিও হতে পারেন সেরাদের সেমিনারে সেরা।
তাই ৩০ দিনের ফ্রি কোর্সে করুন।
কোর্স শেষে অভিজ্ঞতা সার্টিফিকেট দেওয়া হবে।
# আপনি কোন কোম্পানির প্রধান।
# আপনি প্রতিষ্ঠানের প্রধান।
# আপনি ব্যবসা প্রতিষ্ঠানের প্রদান।
# আপনি কোন কোম্পানির এরিয়া অফিসার।
# আপনি বেকার।
# আপনি স্টুডেন্ট।
# আপনি বেকারত্ব সমস্যায় ভুগছেন।
এমন হাজারো সমস্যার সমাধান করতে পারে আপনার কথা বলার স্কীল।
যদি আপনি ভালো কথা বলতে পারেন তাহলে না পেয়ে, না খেয়ে আপনার উপর সন্তুষ্ট থাকবে।
যদি কোন মানুষের মোটিভ বুঝে কথা বলতে পারেন তাহলে আপনি সফল।
আপনার ইচ্ছে হাজারো মানুষের মাঝে আপনি কথা বলতে চান-? কি থেকে কি বলবেন তা খুজে পাচ্ছেন না-? তাহলে ৩০দিনের কোর্স আপনাকে বলে দিবে আপনি কতো ঘন্টা ক্লাশ শেষ করবেন।
কখন ঘন্টা চলে যাবে কেউ টেরই পাবে না।
আপনি কোনো সমাজ পরিচালনা করছেন তাহলে আপনারও প্রয়োজন স্কীল সেমিনার কোর্স।
আমরা সম্পূর্ণ ফ্রিতে অল্প সংখ্যক মহিলা-পুরুষকে কোর্স করাবো।
আসন সংখ্যা সীমিত।
দক্ষ প্রশিক্ষক দ্বারা
কোর্স সম্পূর্ণ করা হবে।
ক্লাশ হবে অনলাইনে।
রাত ১০ টা থেকে ১১টা পর্যন্ত।
তবে (ব্যাচের সুবিধা মতো হতে পারে)
দেশের যে কোন প্রান্ত থেকে আপনি যুক্ত হতে পারবেন।
সার্বিক সহযোগিতায়ঃ-
মধ্যবিত্ত ফাউন্ডেশন, বাংলাদেশ।
01717-380047
moddobittof@gmail.com