আইসিটি নিউজঃ আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের লাখাইয়ের হাওরে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় বেশ কিছু কারেন্ট জাল জব্দ করা করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় মৎস্য সম্পদ রক্ষার উদ্দেশ্যে লাখাই উপজেলার বামৈ গরুর বাজার সংলগ্ন নোয়াগাঁও, শিবপুর এর হাওরে দিনব্যাপী অভিযান চালিয়ে প্রায় ৩৩টি কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানের সময় জেলেরা কারেন্ট জাল রেখে পালিয়ে যায়।
আটককৃত কারেন্ট জালের আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৯৭০০ মিটার এবং যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা।
জব্দকৃত কারেন্ট জাল বামৈ গরুর বাজারের মাঠে এনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন আরাফাত রানা। এসময় তিনি বলেন, কারেন্ট জালের ব্যবহার আইনগতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ এবং কারেন্ট জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে জেলেদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বোরহান উদ্দিনসহ লাখাই থানার একদল পুলিশ সদস্য।