আইসিটি নিউজঃ শেখ সাহেদ মিয়া মৌলভীবাজার প্রতিনিধিঃ
আনকার আহমদের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশন সিলেট,হবীগঞ্জ ও মৌলভীবাজার জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন এর শোক প্রকাশ।
আনকার আহমদ বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
উল্লেখ্য যে,মৌলভীবাজারের বিশিষ্ট রাজনীতিবিদ ক্রীড়া সংগঠক আলহাজ্ব আনকার আহমদ ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ সেপ্টেম্বর রোববার ভোর ৬ টা ৩০
মিনিটের সময় ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭-৩০ মিনিটে উনার নিজ বাড়িতে প্রথম জানাজার নামাজ এবং ২য় জানাজার নামাজ বাদ এশা হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ) মাজারে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা শেষে কচুয়াস্থ উনার নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশন সিলেট জেলা,হবিগঞ্জ জেলা ও মৌলভীবাজার জেলা এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন সিলেট জেলার সাধারণ সম্পাদক সমর চৌধুরী,হবীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ,এবং মৌলভীবাজার জেলার মাহমুদুর রহমান।
শোক বার্তায় তারা বলেন-আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।