আইসিটিনিউজ বিডি২৪: শেখ সাহেদ মিয়া,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে রানার দেশ অটো মোবাইলস এর আয়োজনে ধামাকা সার্ভিস ক্যাম্প অনুষ্টিত হয়েছে।
৩ রা ডিসেম্বর মঙ্গলবার বাজাজ থ্রি হুইলার অনুমোদিত ডিলার রানার দেশ অটো মোবাইলস এর আয়োজনে ২ দিন ব্যাপী ধামাকা সার্ভিস ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্টিত হয়।
উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বি.আর.টি এর এ.ডি হাবিবুর রহমান, এম বি আই হাফিজুল ইসলাম, মৌলভীবাজার ট্রাফিক পুলিশ টি আই ১ মোহাম্মদ উল্ল্যাহ,টি আই এ.কে.এম শামসুজ্জামান, দেশ অটো মোবাইলস এর স্বত্বাধিকারী সুমন সিনহা।
আরো উপস্থিত ছিলেন রানার অটো মোবাইলস এর থ্রি হুইলার এর ডিপুটি ম্যানেজার (সার্ভিস) আনিসুর রহমান, সেলস এক্সিকিউটিভ এরিয়া ইনচার্জ আনোয়ার হোসেন, ডিভিশনাল সার্ভিস ইনচার্জ মারজুরি আহমদ,কাষ্টমার কেয়ার ডিভিশন ম্যানেজার সাকিবুর রহমান, দেশ অটো মোবাইলস এর এরিয়া ম্যানেজার আলামিন,মৌলভীবাজার শাখার ম্যানেজার জুবায়ের আহমেদ, সেলস এন্ড রিকভারি অফিসার শেখ সাহেদ মিয়া, রানার অটো মোবাইলস এর এসিস্ট্যান্ট ফোরম্যান মতিউর রহমান, সিনিয়র মেকানিক শেখ আওলাদ হোসাইন,বাজার টার্নিং ইউনিট পরিচালনা কমিটির সভাপতি জবরুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহাগ মিয়া,সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ প্রমুখ।
উদ্ধোধনী অনুষ্ঠান এর ১ম দিনে প্রায় এক শত গাড়ির ফ্রি সার্ভিস করা হয়।